বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়া 2003 সালে উত্তর বঙ্গে স্থাপিত একমাত্র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সর্বমোট স্থায়ী ও অস্থায়ীসহ 42 জন কর্মচারী রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটিতে সর্বমোট প্রায় 110 জন প্রশিক্ষণার্থীর আবাসিক ব্যবস্থা যার অধিকাংশে এসি সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে আধুনিক সকল সুবিধা সম্পন্ন 03টি শ্রেণিকক্ষ, 02টি ক্যান্টিন, 01টি পাঠাগার ও 01টি মসজিদ। প্রশিক্ষণার্থীদের জন্যে রয়েছে জিমনেসিয়াম। প্রতিষ্ঠান সংলগ্ন বড় খেলার মাঠ কেন্দ্রটির শোভা ও গুরুত্ব বৃদ্ধি করেছে। এ প্রতিষ্ঠানটির অন্যতম দর্শনীয় স্থান হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং আমার বাংলাদেশ কর্নার। বজ্রপাত নিরোধ ব্যবস্থা এ প্রতিষ্ঠানের একটি স্বতন্ত্র বৈশিষ্ঠ্য। এছাড়াও রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ, ইন্টারনেট ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রশিক্ষণ ব্যবস্থাপনা সফটওয়্যার এর ব্যবহারের মাধ্যমে দক্ষ ফ্যাকাল্টি সদস্যবৃন্দ প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি এ প্রতিষ্ঠানটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।