Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০২৩

সংক্ষিপ্ত পরিচয়

বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান যা উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে পেশাদার এবং ক্যারিয়ার উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৯১ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে। পরবর্তীতে নভেম্বর ২০০২ সালে একটি সরকারি রেজুলেশনের মাধ্যমে BIAM একটি ফাউন্ডেশনে রূপান্তরিত হয়। এটি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি স্ব-অর্থায়ন সহযোগী সংগঠন। বিয়াম ফাউন্ডেশন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের পাশাপাশি দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যদের পেশাগত দক্ষতা, দক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধির জন্য বাধ্যতামূলক। বগুড়া, রংপুর ও কক্সবাজার জেলা সদরে তিনটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে বিয়াম ফাউন্ডেশন তার মূল কার্যক্রম সম্প্রসারিত করেছে। বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়া ২১শে আগস্ট ২০০৩ থেকে তার যাত্রা শুরু করে। এখন, এটি বৃহত্তর উত্তরবঙ্গ অঞ্চলে মানসম্পন্ন প্রশিক্ষণ/শিক্ষা প্রদান, মানবতার প্রসার, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি উৎকর্ষ কেন্দ্রে পরিণত হয়েছে। 

 

 

উদ্দেশ্য

  • প্রশাসন ক্যাডারসহ উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত সরকারের সর্বস্তরের কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিকল্পে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা।
  • সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে মূল্যবোধ, সততা, কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও দেশাত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন ও প্রশিক্ষণ কোর্স পরিচালনার মাধ্যমে তা বাস্তবায়ন করা।
  • সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি, শিক্ষা ও গবেষণাধর্মী অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণসহ বিয়ামের স্থাপনা ও সেবাসমূহ ব্যবহার করতে দেয়া।
  • চাহিদার ভিত্তিতে সরকারী/বেসরকারী এবং এনজিও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও পরিচালনা করা।
  • উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সরকার এবং বিভিন্ন সংস্থাকে পরামর্শ এবং সেবা প্রদান করা। 
  • যোগ্য নাগরিক তথা মেধাবী জাতি গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি মাধ্যমে কোয়ালিটি এডুকেশন প্রদানের লক্ষ্যে স্কুল পরিচালনা করা।